তিন হাজার শ্রমিকের পাওনা ও খাদ্য সহায়তা দিয়ে
মোঃ মনিরুল ইসলাম টিটো, ফরিদপুর প্রতিনিধি: করোনার হাত থেকে শ্রমিকদের রক্ষায় দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান পান্না গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান জেলার বৃহত্তম জুটি মিল আলতু খান জুট মিলের উৎপাদন কার্যক্রম ১৫ দিনের জন্য সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকালে মিলে কর্মরত নিয়মিত অনিয়মিত প্রায় তিন হাজার শ্রমিককে আপদকালীন সহায়তা হিসেবে মিল কর্তৃপক্ষ মজুরির টাকা পরিশোধের পাশাপাশি তাদের মাঝে বিনামূল্যে খাদ্য সহায়তা প্রদান করেছে।
আলতু খান জুট মিলের জেনারেল ম্যানেজার মোঃ নাজিমুদ্দিন জানান, আগামী ৯ এপ্রিল পর্যন্ত ১৫ দিনের জন্য মিলের উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। মিলের ব্যবস্হাপনা পরিচালক আলহাজ্ব মো. লোকমান হোসেনের নির্দেশে আপদকালীন সময়ের জন্য প্রত্যেক শ্রমিককে তাদের পাওনা মজুরী পরিশোধের পাশাপাশি ২৫ কেজি করে চাল, পাঁচ কেজি আলু, দুই কেজি ডাল ও ১ কেজি করে তেল প্রদান করেছি। তিনি জানান, ছুটিতে থাকাকালীণ সময়ে শ্রমিক ও তাদের পরিবারকে যাতে খাদ্য সংকটে ভুগতে না হয় এমন চিন্তা থেকে ব্যবস্হাপনা পরিচালকের নির্দেশে খাদ্য সহায়তা দেয়া হয়। তিনি আরো জানান, এর মধ্যে পরিস্হিতির উন্নতি না হলে পরবর্তীতে ব্যবস্হা নেয়া হবে।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্হিত মধুখালী উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা ও মধুখালী বাজার বণিক সমবায় সমিতি লিঃ এর সাধারন সম্পাদক মির্জা মাঝাহারুল ইসলাম মিলন বলেন, প্রতিটি শিল্প প্রতিষ্ঠানের উচিত আলতু খান জুট মিলকে অনুসরন করা। পান্না গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মাদ লোকমান হোসেন খান শ্রমিকবান্ধব হওয়ায় তিনি এমন দৃষ্টান্তমূলক উদ্যোগ নিতে পেরেছেন।
এদিকে সাময়িক সময়ের জন্য কর্মহীন হলেও মিল কর্তৃপক্ষ এমন উদ্যোগে সেখানে কর্মরত সাধারণ শ্রমিকেরা সন্তোষ প্রকাশ করেন। শ্রমিকদের স্বার্থে এমন ব্যবস্হা নিয়ে মিল কর্তপক্ষ দৃষ্টান্ত স্হাপন করলো।
উল্লেখ্য, ফরিদপুরের মধুখালী উপজেলার পরীক্ষিতপুরে অবস্হিত এই আলতু খান জুট মিলটি গত এক দশক আগে প্রতিষ্ঠিত হয়। প্রতিমাসে প্রায় ২৩ টন উন্নতমানের কার্পেটিং সুতা ও বস্তা তৈরির সুতা তৈরি হয়। যা শতভাগ রপ্তানীমুখী। #