আলফাডাঙ্গাতে মরিয়মের ভাগ্যে মেলেনি প্রতিবন্ধী ভাতা
আলফাডাঙ্গা প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বেলবানা গ্রামে মমিনুর শেখের মেয়ে মরিয়ম (৮) বানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্রী’র আট বছরেও ভাগ্যে মেলেনি প্রতিবন্ধী ভাতা।
প্রতিবেদকের কাছে দুঃখ প্রকাশ করে মরিয়মের মা কান্না জড়িত কন্ঠে বলেন, প্রতিবন্ধী মেয়েকে নিয়ে দ্বারে দ্বারে বিভিন্ন জায়গায় ঘুরেছি পাঁচ থেকে সাত হাজার টাকা চায়,গরিব ঘরে জন্ম নিয়েছি ঐ টাকা কখনো জোগাড় করে দিতে পারি নাই, ভাতা কার্ডও হয় নাই।
এলাকার সচেতন মহল জানান,মরিয়ম প্রকৃত প্রতিবন্ধী হওয়া সত্বেও ভাতার কার্ড পাইনি অথচ উপজেলার নাসির(৩২) নামের পরিপূর্ন সুস্হ স্বাভাবিক ব্যক্তির নামে প্রতিবন্ধী কার্ড রয়েছে।
তাদের দাবী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে মরিয়মের প্রতিবন্ধী ভাতার কার্ড চালু করা।