• ঢাকা
  • মঙ্গলবার, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৪ ইং
নগরকান্দায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪

নিজস্ব প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় চাঁদাবাজী মামলা করায় বাদীপক্ষের লোকজনের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কাইচাইল ইউনিয়নের বাবুর কাইচাইল গ্রামে এ ঘটনাটি ঘটে।

জানাগেছে সম্প্রতি দক্ষিন কাইচাইল গ্রামের মমিন সরদার বাদী হয়ে ইউপি চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডু সহ ৭ জনের বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলা দায়ের করেন। এতে ক্ষীপ্ত হয়ে ইউপি চেয়ারম্যানের সমর্থকেরা ঈদের আগের দিন সন্ধ্যায় প্রতিপক্ষের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

এতে ৪/৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে ইকরাম মিয়া (৭০) ও মিরান মিয়া (৬০) কে নগরকান্দা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় মিরান মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎক তাকে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

আহত ইকরাম মিয়ার পুত্র ইমরান হোসেন অভিযোগ করে বলেন, আমার বাবা মাগরিবের নামাজ আদায় করে মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে ঠান্ডু চেয়ারম্যানের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমার বাবার উপর হামলা করে। এসময় হামলাকারীরা আমার বাবাসহ আরো ৩/৪ জনকে আহত করে।

এ ঘটনায় ইকরাম হোসেন মিয়া বাদি হয়ে ২৪ জনকে আসামী করে নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অন্যদিকে প্রতিপক্ষ গোলাম মাওলা (৩৮) বাদি হয়ে ২৬ জনকে আসামি করে নগরকান্দা থানায় আরেকটি অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে কাইচাইল ইউপি চেয়ারম্যান কবির হেসেন ঠান্ডু বলেন, ঘটনার সময় আমি এলাকায় ছিলাম না। আমি জরুরী কাজে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় অবস্থান কালে মোবাইল ফোনে সংবাদ পাই যে এলাকায় গন্ডগোল হয়েছে।

থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা বিপ্লব বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।