• ঢাকা
  • সোমবার, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং
ভাইয়ের পক্ষে কাজ করায় খুরশীদ আলম মতিকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে 

দিনাজপুর পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে গিয়ে ছোটভাইয়ের পক্ষে কাজ করার অভিযোগে ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি খুরশীদ আলম মতিকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

খুরশীদ আলম মতি ফুলবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ফুলবাড়ী উপজেলার স্বজনপুর এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি খুরশীদ আলম মতিকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার নির্বাচন ২৮ ডিসেম্বর। নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে ফুলবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাহাজুল ইসলামকে সমর্থন দেয়া হয়েছে। কিন্তু খুরশীদ আলম মতির ছোট ভাই মাহমুদ আলম লিটন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে নিজের ভাইয়ের পক্ষে কাজ করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ফেব্রুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।