করোনায় সীমিত পরিসরে ফরিদপুরে গণহত্যা দিবস পালন
বিশ্বব্যাপী মরণঘাতী করোনা ভাইরাসে নাকাল সারা বিশ্ব। অল্প পরিসরে হলেও বাংলাদেশেও হানা দিয়েছে করোনা ভাইরাস। তাই এ থেকে পরিত্রাণের জন্য রাষ্ট্রীয় সব অনুষ্ঠানমালাও কাটছাঁট করে নিরাপদ দূরত্বে থেকে পালন করতে বলা হয়েছে।
আজ ২৫ মার্চ গণহত্যা দিবস।
ফরিদপুর জেলা প্রশাসনের নির্দেশনায় বাদ জোহর বিভিন্ন মসজিদ মাদ্রাসায় শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়। এর পাশাপাশি
বিভিন্ন মন্দির, গীর্জা ও প্যাগোডায় প্রার্থনা করা হয়
এরপরে আজ সন্ধ্যা ৬.৩০ মিনিটে ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামের গণকবরে ২৫ মার্চ ১৯৭১ সালের এই রাতে যারা প্রাণ হারিয়েছিলেন সেই শহীদদের স্বরণে সীমিত পরিসরে নির্ধারিত দূরত্ব বজায় রেখে ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার এর নির্দেশনায় ফরিদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে গণকবরে সন্ধ্যায় আলোক প্রজ্জ্বলন করা হয়।