• ঢাকা
  • শনিবার, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ ইং

বিএসটিআইএর অনুমোদনহীন

আলফাডাঙ্গায় ৫ টাকার চিপস কিনলেই মিলছে ১হাজার টাকার নোট !

আলফাডাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গার বিভিন্ন বাজারে ৫ টাকার বেনামা কোঃ চিপস কিনলেই মিলছে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত অবিকল ১০০০ টাকার নোট।

গতকাল শনিবার বিকালে উপজেলার দিগনগর বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখগেছে পাইকের চিপস বিক্রেতা ভ্যানে করে বিএসটিআইর অনুমোদনহীন
চিপস বহন করছেন সেই চিপস এর বান্ডিলের উপরে হাজার হাজার টাকার নোট রয়েছে। সেই চিপস গুলি দোকানিদের কাছে বিক্রি করছেন।আর সেখান থেকে ছোট ছোট ছেলে মেয়েরা ওই বেনামা কোঃ চিপস গুলি কিনছে।

এ চিপস বিক্রেতা বাকাইল গ্রামের তৌয়েব আলী জানান, বোয়ালমারী উপজেলার একটি দোকান থেকে তারা এই চিপস কিনেছেন। কোম্পানির ঠিকানা তার জানা নাই।

অবিভাবকদের অভিযোগ ওই টাকার লোভে শিশুরা বার বার চিপস গুলি কিনছে। তবে টাকা গুলি হুবহু হলেও টাকার ডান পাশে ছোট অক্ষরে খেলনা টাকা লেখা রয়েছে যেটা সহযে চেনার উপায় নাই।

এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা ক্যাবের সভাপতি সাংবাদিক কবির হোসেন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে শিশুদের ক্ষতিসহ সাধারণ মানুষ প্রতারনার শিকার হতে পারেন।

আলফাডাঙ্গার ইউএনও তৌহিদ এলাহী চিপসের বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান।

কবীর হোসেন
তাং 26.9.21

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।