বিরলে বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন আওয়ামী লীগ নেতাকর্মীবৃন্দ
দিনাজপুরের বিরলে বন্যা পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীবৃন্দ নদী তীর ও আশপাশের বাড়ী-ঘর পরিদর্শন করেছেন।
শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার ১২নং রাজারামপুর ইউপি’র ঢেপা নদী ও ০১নং আজিমপুর ইউপির পূণর্ভবা নদী তীর পরিদর্শন করেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমা কান্ত রায়, সহ-সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, যুবলীগের সভাপতি আব্দুল মালেক, রাজারামপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, আজিমপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নবেল প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে উপজেলার ২টি নদী তীরবর্তী বেশকয়েটি গ্রাম প্লাবিত হওয়ায় এবং নদীতীর রক্ষা বাঁধের রক্ষণাবেক্ষণ তদারকীর জন্য গ্রামবাসীর সাথে আলোচনা করেন নেতৃবৃন্দ।