মোঃ ইনামুল হাসান মাসুম, কানাইপুর: ফরিদপুর সদর উপজেলার আওতাধীন মুরারীদহ গ্রামে দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে, বিকালে বৃষ্টির মাত্রা বেড়ে গিয়ে রুপ নিয়েছে কালবৈশাখী ঝড়ের। ঝড়ের এই প্রবল বাতাসে আনুমানিক বিকাল ৫ টার সময় মুরারীদহ গ্রামের কৃষক ইউসুফ আলী (৫০) এর বসত ঘরটি ভেঙ্গে তছনছ হয়ে যায়।
সরজমিনে গিয়ে দেখা যায় তিনি যেই ঘড়টিতে বসবাস করতেন সেই টিনসেডের চারচালা ঘরের সাইডের বেড়া এবং উপরের চাল কোনটাই নেই। বাতাসে অনেক দুরে নিয়ে ফেলেছে, যা এখন ব্যবহারের যোগ্য নয়। ইউসুফ আলীর পরিবারের রাতে ঘুমানোর মত ঘর না থাকায় খুব বিপাকে পরেছে। ইউসুফআলী তার স্ত্রী এক ছেলে ও এক মেয়ে নিয়ে এই ঘরে বাস করতেন। এ ব্যাপারে ইউসুফ আলীর সাথে কথা বললে তিনি জানান, কৃষি কাজ করে তার সংসার চালানো হয়, করোনা ভাইরাসের কারনে কাজ বন্ধ থাকায় কিছুটা খারাপ অবস্থায় আছেন তিনি, এরপরে আজ ঝড়ের কবলে থাকার ঘরটিও কেরে নিলো, এখন পরিবার নিয়ে কোথায় থাকবো, কি করবো, এমন সব দুশ্চিন্তায় ভুগছেন। তিনি সরকারের কাছে এবং স্থানীয় বিত্তবানদের নিকট আবেদন করেছে, আমার পরিবার নিয়ে থাকার মতো একটু ব্যবস্থা করে দেন আপনারা।