• ঢাকা
  • শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং
সৈকতে আটকে ১০০ তিমির মৃত্যু

ছবি সংগৃহিত

নিউজিল্যান্ডের প্রত্যন্ত চ্যাথাম দ্বীপপুঞ্জের সৈকতে আটকে পড়ে মারা গেছে ১০০ পাইলট তিমি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর দিয়েছে।

প্রাণী সংরক্ষণ কর্মকর্তারা জানান, রবিবার এ ঘটনা সম্পর্কে তারা জানতে পারেন। এরপরেই চ্যাথাম দ্বীপপুঞ্জে হাজির হন তারা।

নিউজিল্যান্ডের ৫০০ মাইল পশ্চিমে এ দ্বীপপুঞ্জের অবস্থান। সেখানকার ওয়েইটাঙ্গি পশ্চিম সৈকতে তিমিগুলো আটকে পড়ে।

মোট ৯৭টি পাইলট তিমি এবং তিনটি ডলফিনের মৃতদেহ উদ্ধার করেন কর্মকর্তারা। ওয়েইটাঙ্গির সৈকতটিতে পৌঁছে অল্পসংখ্যক তিমিকে জীবিত অবস্থায় পান তারা।

তিমিদের মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। পাইলট তিমি হচ্ছে নিউজিল্যান্ডের পরিচিত একটি সামুদ্রিক প্রাণী। এটি ছয় মিটার পর্যন্ত লম্বা হতে পারে।

দুই মাস আগে অস্ট্রেলিয়ার তাসমানিয়া সৈকতে ৩৮০ তিমির মৃত্যু ঘটেছিল। এটি বিশ্বের অন্যতম তিমি মৃত্যুর ঘটনা।

একইভাবে দুই বছর আগে নিউজিল্যান্ডের স্টুয়ার্ট দ্বীপে আটকে পড়ে ১৪৫ পাইলট তিমি মারা গিয়েছিল।

এভাবে তিমির মৃত্যুর কারণ সম্পর্কে বিশেষজ্ঞদের ধারণা, কোনো দলনেতাকে অনুসরণ করতে গিয়ে সবাই একসঙ্গে তীরে উঠে আসে এবং আটকে পড়ে। কারও মতে, সমুদ্রে শিকার করতে গিয়ে তারা ভুল করে সৈকতে উঠে আসে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।