কে এম রুবেল, ফরিদপুর।
ফরিদপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যেদিয়ে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে শহরের থানার মোড়ে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত রাসুল তানিয়া ও সভাপতি মাহমুদা বেগমের নেতৃত্বে জেলা মহিলা আওয়ামী লীগ।
পরে এক বর্ণাঢ্য শোভাযাত্র বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত রাসুল তানিয়া, সহ- সভাপতি লুৎফর নাহার কাকোলি, বিলকিস বানু, আফরোজা বেগম, সবিতা বৈরাগী প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়।