সালথায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য মোটিভেশলান সেশন
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় ২০২৩ সালের এস. এস. সি, দাখিল এবং এস. এস. সি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য মোটিবেশলান সেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সেশন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকীর সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মিরাজ হোসেনসহ বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
২৭ সেপ্টেম্বর ২০২৩