• ঢাকা
  • সোমবার, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ ইং
বোয়ালমারীতে স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সনতচক্রবর্ত্তী : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) উপজেলার নদেরচাঁদ পি.সি. দাস একাডেমী প্রাঙ্গনে বিকেল ৩টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল সিকদার।

গুনবহা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সঞ্জয় কুমার পালের সভাপতিত্বে আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. জাফর বিশ্বাস, সহ-প্রচার সম্পাদক মো. এনামুল হক, সদস্য ও কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. জাহাঙ্গীর হোসেন, গুনবহা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ছিরু, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি এসএম মহাব্বত আলী, মো. রাজিবুর রহমান বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার ওমর হাফিজ মুক্তি। গুনবহা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. বাবলু সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এসএম বাকের ইদ্রিস শরীফ। বিশেষ বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাইসুল আলম মিনা রাসেল, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম খান, সদস্য মো. আসাদুজ্জামান, কাজী ইমরুল হাসান ইমরোজ, মো. রাজিবুল ইসলাম রাজু, ইউপি সদস্য আলমগীর বিশ্বাস। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মনজুর হোসেন তুষার, সহদপ্তর সম্পাদক ওহিদুর হক উজ্জল, প্রচার সম্পাদক মো. আনিচুজ্জামান আনিস প্রমুখ।
গুনবহা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে ৫জন ও সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী আবেদন করেন। সভাপতি পদে আবেদনকারীরা হলেন মো. জিয়াউর রহমান লিটন, মো. মোশাররফ হোসেন, মো. জাকির হোসেন, মো. বাবুল সিকদার ও মো. কাসেদ মোল্যা। সাধারণ সম্পাদক পদে মো. তাজমুল হাসান মুন্না, মো. হাসিবুল হোসেন এসকেন ও কামাল হোসেন আবেদন করেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।