• ঢাকা
  • রবিবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ ইং
জনগণের সার্বিক জীবনমানের উন্নয়নে জেলা পর্যায়ের কর্মকর্তাদের পাশে থাকতে হবে –জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব

নিরঞ্জন মিত্র ( নিরু) ( ফরিদপুর জেলা প্রতিনিধিঃজনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন জেলার কর্মরত প্রশাসনের কর্মকর্তা- কর্মচারীগণ আপনাদের নিজ নিজ কাজের উপর অর্পিত রুটিন কার্যাবলী সম্পাদনের পাশাপাশি বহুমুখী কর্মকান্ড সম্পাদন করে থাকবেন। যার মূল লক্ষ্য ও উদ্দেশ্য থাকেবে জনগণের সার্বিক জীবনমানের উন্নয়ন, অর্থনৈতিক কর্মকান্ডের গতি তরান্বিত করা। এবং সুশাসন সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা। সর্বোপরি জেলার ঐতিহ্যকে সারা দেশ তথা বিশ্ব দরবারে তুলে ধরতে হবে।

ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে,(২৭ ডিসেম্বর) দুপুর ১২ টায় জেলায় কর্মরত জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম এসব কথা বলেন।

মতবিনিময় সভার প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশ এখন উন্নত দেশ হিসেবে গড়ে ওঠার স্বপ্নপূরণে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, বর্তমানে আমরা অনেক উন্নত দেশের চেয়েও বিভিন্ন ক্ষেত্রে ভালো করেছি। যা বিশ্বের অনেক দেশে রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে।’ ফরিদপুরের জেলা প্রশাসনের টিম বিল্ডিংয়ের প্রশংসা করে সিনিয়র সচিব বলেন, ‘ফরিদপুরের টিম খুবই দক্ষ ও সুন্দর। টিম বিল্ডিং ভালো না হলে সার্ভিস বা সেবা ভালো হবে না। কার্যালয় প্রধানের প্রধান কাজ নেতৃত্ব দেওয়া। পরে মাননির্ধারণে কাজ করা। যার টিম যত ভালো পারফরমেন্স করবে তার কাজ তত ভালো হবে।
বৈশ্বিক দূর্যোগ করোনা মহামারীর মধ্যেও অনলাইন ভার্সনে শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখে জেলায় একটি বিরল দৃষ্টান্ত স্থাপন ও সারা দেশে অনুসরনীয় পদ্ধতি হিসেবে সকল মহলে সারা দিয়েছে। অল্পসময়ে জেলার সকল শিশুর শিক্ষার অভিভাবক প্রতিষ্ঠান হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে।

জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে, এ সময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আলিমুজ্জামান (বিপিএম-সেবা), জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, পৌর মেয়র অমিতাভ বোস, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সাহা, সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ অধ্যাপক শীলা রাণী মন্ডল, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক কাজী গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ( উপসচিব) মোহাম্মদ আসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব ) মোসাঃ তাসলিমা আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাইফুল কবির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম, সরকারি রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক রেজভী জামান প্রমূখ।
এসময় জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এরআগে ১০ থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে আনুষ্ঠানিকভাবে ফরিদপুর জেলা পরিদর্শন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম কতৃক ফরিদপুর জেলার বর্তমান জেলা প্রশাসক অতুল সরকার জেলায় যোগদানের পর বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মকাণ্ডের উদ্যোগ গ্রহণের মধ্যে দুইটি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন ও দুইটি উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম।
উদ্বোধনী সমূহের মধ্যে সার্কিট হাউজ এর উর্দ্ধমূখী সম্প্রাসারণ এর শুভ উদ্বোধন, জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ এর বিজ্ঞান ভবন এর শুভ উদ্বোধন , বহুমুখী অ্যাডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টার এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের কলেজ ক্যাম্পাস এর ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।