• ঢাকা
  • শুক্রবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই মে, ২০২৪ ইং
ফরিদপুরে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত

নিরঞ্জন মিত্র (নিরু) ( ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

”নিশ্চিত করি শোভন কর্মপরিবেশ সমৃদ্ধ হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২২ পালিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে, (২৮ এপ্রিল) বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এরপরে দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর উপমহাপরিদর্শকের কার্যালয়ের উপ-মহাপরিদর্শক মোঃ মতিউর রহমান এর সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মোহাম্মদ আসলাম মোল্লা।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ প্রফেসর শীলা রানী মন্ডল, সিভিল সার্জন অফিসের এমওসিএস ডাঃ মোঃ তানসিভ জুবায়ের, জেলা শ্রমিকলীগের আহবায়ক ও মটর ওয়ার্কাস সাধারণ সম্পাদক গোলাম মোঃ নাছির, শ্রমিকলীগের আহবায়ক কমিটির সদস্য সচিব মোঃ ইমান আলী মোল্লা,
রাসিন সংস্থার নির্বাহী পরিচালক ও নারী নেত্রী আসমা আক্তার মুক্তা, ব্লাষ্টের সমন্বয়কারী এ্যাড. শিপ্রা গোস্বামী প্রমূখ।

অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন শ্রম পরিদর্শক (স্বাস্থ্য) মোঃ সুমন আলী।
আলোচনা সভা অনুষ্ঠাটি সঞ্চালনা করেন শ্রম পরিদর্শক (সাধারণ) নুসরাত জাহান লিজ।

এসময় বিভিন্ন দপ্তরের সরকারি বেসরকারি কর্মকর্তাগণ, মিল কারখানা প্রতিষ্ঠানের মালিকগণ ও শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।