• ঢাকা
  • শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং
করোনায় কর্মহীনদের পাশে ‌’ব্লাড ব্যাংক অব বোয়ালমারী’

বোয়ালমারী (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা :

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে অঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সামাজিক সংগঠন ‘ব্লাড ব্যাংক অব বোয়ালমারী’। সংগঠনের সদস্যরা নিজেরা ও বিত্তবানদের থেকে অর্থ সংগ্রহ করে অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি সচেতনতামূলক নানা কাজ করে চলেছেন। রক্তদান, লিফলেট বিতরণ, ব্লাড ব্যাংকের মাস্ক বিতরণ, পৌরবাজারসহ বিভিন্ন স্হানে জীবাণুনাশক ছিটানো, ওষুধ, কাঁচাবাজার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানে সুরক্ষাবৃত্ত অঙ্কন ইত্যাদি কর্মকান্ডের মাধ্যমে করোনা মোকাবেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাঁরা। উপজেলা প্রশাসন ও স্বাস্হ্য কমপ্লেক্সের সাথে সমন্বয় করে করোনা বিস্তার ঠেকাতে তারা এসব কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।

সংগঠনটি মঙ্গলবার (২৮.০৪.২০২০) পর্যন্তু এ উপজেলায় প্রায় ৭০০ হতদরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে। রমজান উপলক্ষে সোমবার থেকে ইমাম মোয়াজিনদের ইফতার সামগ্রি মসজিদে মসজিদে পৌছে দিচ্ছে। পৌর এলাকার সবগুলো মসজিদে ইমাম মোয়াজিনদের রমজান মাস ব্যাপি ইফতার সামগ্রী দেওয়া হবে।

পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রামের বিধবা গৃহিনী মমতাজ বেগম এমন সহায়তা পেয়ে ভীষন খূশি। তিনি জানান, এই সাহায্যের ফলে তার ৬ সদস্যের পরিবারের কয়েকদিনের খাবারের সংস্হান হবে। আমি আল্লাহ কাছে দোয়া করি, তোমরা ভাল থাকো।

পৌরসভার কুশাডাঙ্গা জামে মসজিদের ইমাম মাওলানা রফিকুল ইসলাম বলেন, এই মহামারি করোনায় রমজান উপলক্ষে আমাদের মত ইমামদের ইফতার সামগ্রী দেওয়ায় আমরা অনেক খুশি। আল্লাহ আপনাদের মঙ্গল করুন।

ইসলামিক ফাউন্ডেশনের বোয়ালমারী উপজেলা সুপারভাইজার আবু আলী বলেন, ব্লাড ব্যাংকের সদস্যরা ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ করে অত্যন্ত মানবিক একটি কাজ করছেন। এ উপজেলায় কিছু অসহায় ইমাম রয়েছে যারা ইফতার সামগ্রী পেয়ে ভাল ভাবে রোজা রাখতে পারবে।

সংগঠনটির সমন্বয়কারী মুশফিকুর রহমান জানান, উপজেলা প্রশাসন ও স্বাস্হ্য কমপ্লেক্সের সাথে সমন্বয় করে এ পর্যন্ত প্রায় ৭০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। এ কাজে সংগঠনের সদস্যদের পাশাপাশি আমাদের শুভাকাঙ্খী বিত্তবানরা অর্থ সহায়তা দিয়েছেন।

প্রসঙ্গত- গত ২০১৭ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবসে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয়ের মাধ্যমে এ সংগঠনের যাত্রা শুরু। সেই থেকে এ উপজেলাসহ আশেপাশের উপজেলাও ব্যাপক সাড়া ফেলেছি সংগঠনটি। এ সংগঠনে ৩০০ সদস্য রয়েছে। বিশেষ করে বিপদে পড়া অসহায়দেরকে রক্তদান করা। এ পর্যন্তু প্রায় সাড়ে ৩০০ জনকে বিনামূল্যে রক্ত দিয়েছে তারা। শুধু এ উপজেলা নয়, জেলা শহর ফরিদপুরসহ আশেপাশের উপজেলায় তাদের রক্তদান কার্যক্রম অব্যাহত রয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।