স্বাস্থ্যবিধি মেনে ড. যশোদা জীবন দেবনাথের বাড়িতে চলছে দুর্গা প্রতিমা নির্মান কাজ
মা আসছেন , শরতের শিউলি ফোটা ভোরে মা এবার দোলায় চড়ে আসছেন আর গমন করবেন গজে চড়ে তাই মায়ের প্রতিচ্ছবি স্বরূপ সম্পূর্ন স্বাস্থ্যবিধি মেনে দুর্গা প্রতিমা নির্মাণ কাজ চলছে ড. যশোদা জীবন দেবনাথের বাড়িতে । কারিগররা দিনরাত অক্লান্ত পরিশ্রম ও ভালোবাসার মধ্য দিয়ে গড়ে তুলছেন মায়ের মূর্তি ।
আসছে ২২ অক্টোবর,৬ কার্তিক বৃহস্পতিবার দেবী দুর্গার ৬ষ্ঠি পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে । আর ২৬ অক্টোবর ১০ কার্তিক ,সোমবার দেবী দুর্গার দশমী বিহিত পূজার মধ্য দিয়ে শুভ বিজয়া অনুষ্ঠিত হতে যাচ্ছে।
করোনা ভাইরাসের কারনে সৃষ্ট বৈশ্বিক মহামারীর এ ক্লান্তিলগ্নে মা দুর্গার কাছে সকল ভক্তবৃন্দের আকুল প্রার্থনা , তিনি যেন বিশ্বের সকল মানুষকে রক্ষা করেন । তাই স্বাস্থ্যবিধি মেনেই এবার মায়ের চরণে প্রনাম করতে যাবেন সকল ভক্তবৃন্দ ।