• ঢাকা
  • রবিবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ ইং
গলাচিপায় চলাচলের রাস্তাকে কেন্দ্র করে আহত দুই

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় মানুষের চলাচলের রাস্তাকে কেন্দ্র করে দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যাণকলস গ্রামের আকন বাড়িতে। আহতরা হলেন মো. আব্দুল হক (৪০) এবং মো. ওবায়দুল (২৬)।

আহত আব্দুল হক জানান, বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল আনুমানিক সাতটার দিকে আমাদের বাড়ি থেকে বের হওয়ার জন্য যাতায়াতের রাস্তা দিয়ে সরকারি রাস্তায় ওঠার পথে আমাদের একই এলাকার মো. জাহাঙ্গীর, মো. ফরহাদ, মো. আরাফাত একত্রিত হয়ে পূর্ব শত্রুতার জেরে আমাকে হাতে থাকা বাংলা দা দিয়ে মাথার উপর কোপ দেয়। আমার ছেলেকে মেরে রক্তাক্ত জখম করে। আমি জ্ঞান হারিয়ে ফেললে এলাকাবাসী উদ্ধার করে আমাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে প্রতিপক্ষ মো. জাহাঙ্গীর এর মোবাইলে ফোন দিলে তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শুব্রত দে বলেন, আব্দুল হকের মাথায় সেলাই আছে। ওবায়দুলের সারা শরীরে কালো কালো দাগের চিহ্ন আছে। আমার চিকিৎসাধীনে তারা ৪নং ও ৫নং বেডে ভর্তি আছে।

ইউপি চেয়ারম্যান মো. দুলাল চৌধুরী বলেন, বিষয়টি আমি শুনেছি। দু’পক্ষকে ডেকে মীমাংসার ব্যবস্থা করব। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।