ভাঙ্গায় পৃথক ঘটনায় দুইজনের করুন মৃত্যু
মোঃ রমজান শিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-২৯/০৩/২০২৩ ফরিদপুরের ভাঙ্গায় বুধবার দুপুরে পৃথক দুটি ঘটনায় দুইজনের করুন মৃত্যু হয়েছে। উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া গ্রামে দুপুরে মাঠে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে কালু মাতুব্বর (৪৫) মারা যায়। সে উক্ত গ্রামের সোহবার মাতুব্বরের ছেলে ছিল।
অপরদিকে একই গ্রামে প্রবাসী নুরুল ইসলামের বাড়িতে ভবন নির্মাণের সময় ছাদ থেকে পড়ে রনি মন্ডল(৪০) নামের এক নির্মাণ শ্রমিক মারা যায়। সে রাজশাহী জেলার দুর্গাপুর থানার জয় কৃষ্ণপুর গ্রামের আনারুল মন্ডল এর ছেলে।
বিষয় দুটি নিশ্চিত করেছেন দেওড়া বাজার বনিক সমিতির সভাপতি ও দেওড়া উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম মাতুব্বর।
পরিবারের কোন অভিযোগ না থাকায় ভাঙ্গা উপজেলা হাসপাতাল থেকে উভয়ের লাশ তাদের নিকট আত্মীয় স্বজনেরা গ্ৰহন করেন।