• ঢাকা
  • রবিবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ ইং
বে‌শি বে‌শি মাছ চাষ ক‌রি, বেকারত্ব দুর ক‌রি

মনির মোল্যা, সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ

বে‌শি বে‌শি মাছ চাষ ক‌রি, বেকারত্ব দুর ক‌রি। এই প্রতিপাদ‌্যকে সাম‌নে রে‌খে ফ‌রিদপু‌রের সালথায় জাতীয় মৎস‌্য সপ্তাহ ২০২১ এর উ‌দ্বোধন অনুষ্ঠিত হ‌য়ে‌ছে। র‌বিবার (২৮ আগষ্ট) বেলা ১০টায় এ অনুষ্ঠা‌নের আ‌য়োজন ক‌রেন উপ‌জেলা প্রশাসন ও উপ‌জেলা মৎস‌্য দপ্তর।

প্রথ‌মেই মা‌ছের পোনা অবমুক্তকরণ এরপর উপ‌জেলা প‌রিষদ স‌ম্মেলন ক‌ক্ষে কেক কে‌টে জাতীয় মৎস‌্য সপ্তাহ এর শুভ উ‌দ্বোধন করা হয়।

সালথা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোহাম্মদ হা‌সিব সরকা‌রের সভাপ‌তি‌ত্বে এসময় উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিসার জীবাংশু দাস, উপ‌জেলা ম‌হিলা ভাইস‌চেয়ারম‌্যান রুপা বেগম, উপ‌জেলা সহকারী প্রোগ্রামার (আই‌সি‌টি) মোঃ টিপু সুলতান, সালথা থানা পু‌লি‌শের অপা‌রেশন অ‌ফিসার মোঃ শ‌হিদুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা ক‌রেন উপ‌জেলা মৎস‌্য কর্মকর্তা রা‌জিব রায়‌।

এসময় উপ‌জেলার সফল মৎস‌্য চা‌ষি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠান কে পুরস্কার প্রদান ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

উপ‌জেলা মৎস‌্য কর্মকর্তা রা‌জিব রায়‌ জানান, জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষে মাইকিং ব্যানার, পোষ্টার, ফেস্টুন সহ ব্যাপক প্রচারনা চালানো হয়। মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরের বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, মৎস্য চাষীদের সাথে মতবিনিময় সভা, মাছ চাষ বিষয়ক পরামর্শ প্রদান ও মৎস্য চাষ অনুশীলন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে।

২৯ আগস্ট ২০২১

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।