• ঢাকা
  • শুক্রবার, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৪ ইং
বকশীগঞ্জে গাঁজার চারা ও গাঁজা বিক্রির সময় ২ জন আটক

জামালপুরের বকশীগঞ্জে নিজ বাগানে গাঁজার গাছ (চারা) বিক্রি ও গাঁজা বিক্রির সময় পুলিশের হাতে গাঁজা ক্রেতা ও বিক্রেতা আটক হয়েছেন।

শুক্রবার সকাল ৯ টার দিকে বকশীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে নুরুল ইসলাম (৬৫) ও স্বপন মিয়া (৩৫) নামে ওই গাঁজা ক্রেতা ও বিক্রেতাকে আটক করেন। আটককৃত নুরুল ইসলাম নিলক্ষি য়া ইউনিয়নের ভাটিয়া পাড়া গ্রামের আবদুল হাকিমের ছেলে। অপরজন একই ইউনিয়নের দিকপাড়া গ্রামের আবু কালামের ছেলে।

বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশের একটি দল নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর ভাটিয়া পাড়া গ্রামের নুরুল ইসলামের নিজ বাগানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় ৭৮০ টি গাঁজার চারা গাছ ও ৫০ গ্রাম গাঁজা বিক্রি করার সময় পুলিশ তাকে আটক করেন। এ সময় গাঁজা ক্রয় করার সময় ৫০ গ্রাম গাঁজা সহ স্বপন মিয়াকেও আটক করা হয়।

এ ঘটনায় বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃত নুরুল ইসলাম ও স্বপন মিয়াকে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।