ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ঠাকুরগাঁও প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান :
ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে নব শীল নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এ দূর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের বরাদ দিয়ে জানায়, সদর উপজেলার আকঁচা ইউনিয়নের দক্ষিণ বঠিনা গ্রামের মঙ্গল শীলের ছেলে বন্ধুদের সাথে সঙ্গে পাশেই ফাড়াবাড়ি কলেজের পুকুরে গোসল করতে যায়। এসময় অন্যান্য বন্ধুরা তাকে পানিতে তলিয়ে যেতে দেখে চিৎকার করে। পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধারের চেস্টা করলেও খুজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসকর্মীরা এসে শিশু নব শীলের লাশ উদ্ধার করে। এ ঘটনার পর ওই গ্রামে শোকাবহ পরিবেশ বিরাজ করে।
এ বিষয়ে সদর উপজেলার আকঁচা ইউনিয়নের চেয়ারম্যান জানান, আমি ত্রাণ বিতরণ নিয়ে ব্যস্ত থাকায় সেখানে যেতে পারিনি। তবে শিশুটি পানিতে ডুবে মারা গেছে এটা নিশ্চিত হয়েছি।