করোনায় আক্রান্ত হয়ে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এর রোগমুক্তি কামনা করে ফরিদপুরে পবিত্র কোরআন খতম, দোয়া, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর বিএনপি পরিবার এর আয়োজনে স্থানীয় মামুদপুর বিসমিল্লাহ শাহ দরগা মাদ্রাসায় মঙ্গলবার বাদ জহুর পবিত্র কোরআন শরীফের খতম,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে।
দোয়া মাহফিলে জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ মুরাদ হোসেন, জেলা যুবদলের সহ- সভাপতি মোঃ ফুয়াদ খান, রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ শোয়েব শেখ, জেলা ছাত্রদল নেতা মোঃ ফরিদ শেখ ,অনিক হাসান, মোঃ আরিফ বাবু, ইমতাজুর রহমান সাইফুল এবং মহানগর ছাত্রদল নেতা হাবিবুর রশিদ রিমু, মানজারুল ইসলাম রানা ,তরিকুল ইসলাম বিটু সহ নেতাকমর্ীরা উপস্থিত ছিলেন।
পরে শহিদুল ইসলাম বাবুল এর রোগমুক্তি ও দ্রুত সুস্থ্যতা কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।