চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের আঃ করিম মৃধা ডাঙ্গী গ্রামের নিজ বাড়ীতে মরহুম আবদুস সামাদ মৃধা কল্যান সংস্থার উদ্যোগে শনিবার সকাল ১০ টায় বেসরকারি ভাবে ৫শ’ শিতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
দুস্থ্য পরিবারে এসব কম্বল বিতরন কালে উপস্থিত ছিলেন উক্ত সংস্থার পরিচালক মো: সাজ্জাদ হোসেন মৃধা, সংস্থার সদস্য মোয়াজ্জেম হোসেন মৃধা,জাহিদ হোসেন বাবুল মৃধা,বালেক মোল্যা প্রমূখ।
জানা যায়, ওই দিন উপজেলা সদর ইউনিয়নের প্রতি পরিবারে একটি করে মোট ৫শ’ পরিবারে ৫শ’ পিছ কম্বল বিতরন করা হয়।
এ সময় সংস্থার পরিচালক মোঃ সাজ্জাদ হোসেন মৃধা বলেন, “মরহুম আবদুস ছামাদ মৃধা কল্যান সংস্থা দীর্ঘদিন ধরে দুস্থদের পাশে থেকে এলাকায় উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে।
তারই ধারাবাহিকতায় সংস্থার নিজস্ব অর্থায়নে ৫০০ পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়েছে।