• ঢাকা
  • রবিবার, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৪ ইং
কৃষকের ঈদ আনন্দ প্রচারিত হবে ঈদের পরদিন

কৃষকের হাসি কান্না নিয়ে প্রতি ঈদে প্রচার হয়ে থাকে ‘কৃষকের ঈদ আনন্দ’। এবারের ঈদেও তার ব্যতিক্রম হচ্ছেনা। কিন্তু  এবারের ঈদ যেনো কৃষকের আনন্দের নয়। কারণ করোনা ভাইরাস। তবুও কৃষকের ঈদ আনন্দ এবার প্রচার হবে চ্যানেল আইয়ে।

জীবন মানেই এক যুদ্ধ, টিকে থাকার জন্য প্রতিনিয়তই লড়ে যেতে হয় প্রকৃতির সাথে, মানুষের সাথে। ফলে বলা যায় জীবন মূলত আনন্দ বেদনার মিলনগাথা। বিশেষ করে বাংলাদেশের কৃষকের জীবন এক দক্ষ যোদ্ধার জীবন। শত প্রতিবন্ধকতা পেরিয়ে মাটির বুক চিরে ঠিকই ফলিয়ে আনছে সোনার ফসল।

জীবন যুদ্ধের কঠোরতাকে উৎসবমূখর  করতে কৃষকদের নিয়ে খেলায় মাতেন শাইখ সিরাজ। গ্রামীণ খেলাধূলার অনাবিল আনন্দে মাতিয়ে তুলেন বাংলার কৃষকদের। পাশাপাশি থাকে ক্যামেরার লেন্সে তুলে আনা দেশ বিদেশের বিস্ময়কর নানান গল্প।

এবারের কৃষকের ঈদ আনন্দে অন্যান্য আকর্ষণীয় প্রতিবেদনের সাথে থাকছে ইতিহাসের প্রাচীন কৃষিসভ্যতার সূচনাকারী নীল নদের উৎসের সন্ধান, নুরেমবার্গ ট্রায়াল, ভাস্কোদাগামার খোঁজে প্রভৃতি প্রতিবেদন। থাকছে বাংলাদেশের চলচ্চিত্রের অনিন্দ্য নায়িকা ববিতার চলচ্চিত্রকথা।

শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘কৃষকের ঈদ আনন্দ’ এবার প্রচার হবে  ঈদের পরদিন বিকাল ৪টা ৩০মিনিটে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।