মানিক কুমার দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর পৌরসভার নবনিযুক্ত মেয়র অমিতাভ বোস কে শুভেচ্ছা জানালেন পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা।
রবিবার বেলা ১২ টায় তারা নবনির্বাচিত মেয়র এর কাছে তাদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।
এসময় মেয়র পর্যাক্রমে তাদের দাবিগুলো পূরণ করবে বলে আশ্বাস প্রদান করেন। একই সাথে কর্মচারীরা তাদের দীর্ঘদিনের বঞ্চনা তুলে ধরলে মেয়র এ ব্যাপারে অবগত আছেন বলে জানান।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কাওসার আলী মোল্লা, সাবেক কর আদায় শাখার অফিস সহকারি ও সাবেক মহিলা নেত্রী দেলোয়ারা বেগম, জহুরুল হক ফরহাদ, আবুল বাশার, ফরহাদ বিশ্বাস, সোহরাব হোসেন, শেখ হোসেন, সহিদ বিশ্বাস, আশরাফুল আলম প্রমূখ।
এসময় ১৫,২০,২১ নং ওয়ার্ড কাউন্সিলর নাহার জুবায়ের কনা উপস্থিত ছিলেন।