ফরিদপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মানিক কুমার দাস, ফরিদপুর
প্রকাশিতঃ 4 বছর আগে
537 বার দেখা হয়েছে
০
ফরিদপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে এক আলোচনা সভা শহরের কবি জসিম উদ্দিন হলে আজ ৩১ অক্টোবর সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।
ফরিদপুর পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান (বিপিএম সেবা)- এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিসেস ঝর্না হাসান,ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলি মেথু, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা,অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম ।জেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক আইভি মাসুদ, সিনিয়র সাংবাদিক প্রফেসর মোঃ শাহজাহান, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, চর মাধবদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মির্জা সাইফুল ইসলাম আজম।
অনুষ্ঠান পরিচালনা করেন এসআই আনোয়ার হোসেন।
সভায় বক্তারা বলেন সোনার বাংলা গড়ার জন্য কমিউনিটি পুলিশের অবদান অনস্বীকার্য। পুলিশ বাহিনী দেশে সন্ত্রাস, জঙ্গী, নাশকতা, অরাজকতা ও ধর্ষণের মতো ঘটনাকে যেভাবে সফলতার সাথে মোকাবেলা করেছে তা প্রশংসনীয়। তারা বলেন জনগণ ও পুলিশ সম্পৃক্ত থাকলে সমাজে কোনো অশান্তি থাকতে পারে না। তারা জনগণের সমস্যার সমাধানে পুলিশ বাহিনীর সদস্যদের জনগণের কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করার আহ্বান জানান। বক্তারা করোনা মহামারীর সময় পুলিশ বাহিনীর ভূমিকার প্রশংসা করেন।
অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিংয়ের যুগ্ম সাধারণ সম্পাদক বোয়ালমারী থানার মাইনুল ইসলাম ও একই থানার এসআই শুভজিত পাল কে বিশেষ পুরস্কার দেওয়া হয়।