সারাদেশের ন্যায় শনিবার সকালে ফরিদপুরের ভাঙ্গায় পালিত হলো কমিউনিটি পুলিশিং ডে। এ উপলক্ষে সরকারি ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে পুলিশের পক্ষ হতে আয়োজন করা হয় আলোচনা সভা।
পুলিশই জনতা-জনতাই পুলিশ শীর্ষক ভুমিকাকে সামনে রেখে পুলিশের নানা সামাজিক কর্মকান্ডের উপর ব্যাপক আলোচনা হয়। পুলিশ জনগনের বন্ধু হয়ে ইতিপুর্বেও কাজ করে আসছে আগামীতে এভাবেই কাজ করার অঙ্গিকার করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার গাজী রবিউল ইসলাম, ভাঙ্গা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র লেয়াকত মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফাইজুর রহমান, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শহিদুল হক মিরু মুন্সি, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সমাজের নানা শ্রেনী পেশার মানুষ ও গ্রাম পুলিশ প্রমুখ।