সদরপুর(ফরিদপুর) প্রতিনিধিঃফরিদপুরের সদরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে গতকাল সোমবার সকালে কৃষি উপকরণ বিতরণ করা হয়। সদরপুর কৃষি অফিসের সামনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক ড. মোঃ হযরত আলী। সদরপুর উপজেলা কৃষি কর্মকর্তা বিধান রায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হোসনেয়ারা খাতুন, কৃষি সংরক্ষণ উদ্ভিদ কর্মকর্তা আঃ কুদ্দুস, উপসহকারী কৃষি কর্মকর্তা মুহাম্মদ ইসলাম শরীফ প্রমুখ। অনাবাদি জমিতে ও বসতবাড়ির আঙ্গিনায় পুষ্ঠিবাগান স্থাপন প্রকল্পের আওতায় উক্ত উপকরণ বিতরণ করা হয়। উপজেলার ৯টি ইউনিয়নের প্রতিটি সমিতিতে ১টি করে ফুট পাম্প, ২টি হ্যান্ড স্প্রেয়ার মেশিন, ৩টি করে পু্রনিং ও ১টি করে শেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে প্রতিটি প্রকল্পের সমিতির সভাপতির হাতে উক্ত উপকরণগুলো বুঝিয়ে দেওয়া হয়।