• ঢাকা
  • শুক্রবার, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৪ ইং
আলহাজ্ব আব্দুল করিম মিয়া স্মৃতিসংঘ  চ্যাম্পিয়ন 

ছবি- বিজয়ী দল আব্দুল করিম মিয়া স্মৃতি সংঘ

 আলহাজ্ব আব্দুল করিম মিয়া স্মৃতিসংঘ  চ্যাম্পিয়ন 

শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত মুজিব বর্ষ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে আলহাজ্ব আব্দুল করিম মিয়া স্মৃতি সংঘ।

রবিবার অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে তারা ৬ উইকেটে পূবালী সংস্থাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।

http://রানার্সআপ পুবালি সংস্থা

নির্ধারিত ৪৫ ওভারের ম্যাচে প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আলহাজ্ব আব্দুল করিম মিয়া স্মৃতি সংঘ।

ফলে প্রথম ব্যাট  করে পুবালি  সংস্থা।তারা ৪২ ওভার ব্যাট  করে ১৬১ রান সংগ্রহ করে। দলের পক্ষে ইমন ৫৬,আরিফ ৩০,আকাশ ৩৪ রান সংগ্রহ করে । আব্দুল করিম মিয়া স্মৃতি সংঘের পক্ষে রনি ৪, নিলয় ২, উত্তম ২ উইকেট লাভ করে।

জবাবে আলহাজ্ব আব্দুল করিম মিয়া স্মৃতি সংঘ ৩২.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করেন। দলের পক্ষে  উত্তম ৩৯,শিবলী ৪৫,সিফাত ৩৫ রান করেন। পূবালী সংস্থার পক্ষে আরিফ ৩ উইকেট নেন।

http://বিজয়ী করিম স্মৃতি সংঘ

খেলা শেষে বিজয়ীদের মধ্যে  পুরস্কার বিতরণ করেন  জেলা পরিষদের চেয়ারম্যান ও ক্রিকেট কমিটির সভাপতি লোকমান হোসেন মৃধা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার  সাধারণ সম্পাদক খন্দকার নাজমুল ইসলাম লেভি,করিম গ্রুপ এর কর্ণধার জাহাঙ্গীর মিয়া, ফরিদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সিদ্দিকুর রহমান।

এসময় জেলা ক্রীড়া সংস্থার  কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল কে  ২৫০০০ টাকা ও ট্রফি প্রদান করেন।

রানার্সআপ দলকে ১৫০০০ টাকা এবং ক্রেস্ট প্রদান করেন।

এবং সেমিফাইনাল পর্যন্ত অংশগ্রহণকারী দলসমূহকে ২০০০০ টাকার প্রাইজ মানি  দেয়া হয়।

প্রতিযোগিতায় সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন বিজয়ী দলের শিবলী।

সেরা বলার নির্বাচিত হন সি কে এস এর মঞ্জু।

এবং ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন  বিজয়ী দলের উত্তম।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।