• ঢাকা
  • মঙ্গলবার, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৪ ইং
ফরিদপুর প্রেসক্লাব নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার লক্ষ্যে জেলা পুলিশের আশ্বাস

ফরিদপুর প্রেসক্লাব নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার লক্ষ্যে জেলা পুলিশের সহযোগিতা আশ্বাস।

ঐতিহ্যবাহী ফরিদপুর প্রেসক্লাবের উপ-নির্বাচন জমে উঠেছে। ১০ সেপ্টেম্বর ক্লাব চত্ত্বরে সাংবাদিকদের ভোট প্রদানের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হবে। দুটি প্যানেল এবারের নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছে। নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে সহযোগিতার আশ্বাস দিয়ে ক্লাব সদস্যদের সাথে এক মতবিনিময়সভা করেছেন পুলিশ প্রশাসন।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম, ওসি ডিবি সুনিল কর্মকার, ডিআই-১সহ বিভিন্ন পুলিশ কর্মকর্তাবৃন্দ।

ফরিদপুর প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মিজানুর রহমান মানিক, সহ-নির্বাচন কমিশনার অধ্যাপক রেশাদুল হাকিম ও মাহফুজ আলম মিলন, ক্লাব আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, সদস্য সচিব নির্মলেন্দু চক্রবর্তী শঙ্কর, আহ্বায়ক সদস্য পান্না বালা বক্তব্য রাখেন। নির্বাচনে কী ধরনের সহযোগিতা প্রয়োজন? এমন প্রশ্নে বক্তব্য রাখেন হাবিবুর রহমান, কবিরুল ইসলাম সিদ্দিকী, মশিউর রহমান খোকন, কামরুজ্জামান সোহেল, বিজয় পোদ্দার, এস.এম. জাহিদ, সাজ্জাদ হোসেন রনি ও ওয়ালি নেওয়াজ বাবুসহ বিভিন্ন সাংবাদিকবৃন্দ।

পুলিশ প্রশাসন তাদের বক্তব্যে বলেন, ফরিদপুরের পুলিশ সুপারের নির্দেশে আমরা নির্বাচনকে নিরপেক্ষ সুষ্ঠু করার লক্ষ্যে আপনাদেরকে সবধরনের সহযোগিতা দিতে চাই। নির্বাচনের দিন সাংবাদিক ব্যতিত অন্য কেউ যেন এখানে প্রবেশ করতে না পারে, সে বিষয়টি দেখা হবে। তাছাড়া ভোট প্রয়োগের সকল জটিলতা নিরসন করে প্রত্যেক ভোটার তার পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারবেন এই প্রত্যাশা করি। করোনা ভাইরাসের বিষয়টি মাথায় রেখে সকলেই উৎসবমূখর পরিবেশে সামাজিক দূরত্ব বজায় রাখবেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।