• ঢাকা
  • বুধবার, ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৪ ইং
মরা গরুর মাংস বিক্রির দায়ে ১ মাসের জেল

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণে শুক্রবার মরা গরুর মাংস বিক্রির দায়ে বিক্রেতাকে ভোক্তা অধিকার আইনে এক মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এদিন সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রহমান এই দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত মাংস বিক্রেতা ফয়ছল আহমদ (৫০) উপজেলার উত্তর ঘোষগাঁও গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে।

জানা গেছে, শুক্রবার সকালে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বাজারে মরা গরু জবাই করে মাংস বিক্রির দায়ে স্থানীয় লোকজন মাংসের দোকান ঘেরাও করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে এর সত্যতা পায়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রহমান পচা মাংস বিক্রির অপরাধে ফয়ছলকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান সময়ের আলোকে এর সত্যতা নিশ্চিত করেছেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।