• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই মে, ২০২৪ ইং
করোনায় জনগণের পাশে থাকুন–চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী এমপি

ঢাকা, ৩০ মার্চ ২০২০

বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি করোনায় স্বাস্থ্যবিধি সচেতনতা বৃদ্ধির জন্য প্রত্যেক সংসদ সদস্যকে জনগণের পাশে থাকার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, চীনের পর ইউরোপ, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে মরণব্যাধি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চৌত্রিশ হাজার মানুষ মারা গেছেন। বিশ্বব্যাপী অদ্যাবধি মোট আক্রান্তের সংখ্যা সাত লাখ ছাড়িয়েছে, যদিও এক লাখ একান্ন হাজার আট শত চব্বিশ জন সুস্থ হয়েছেন।

এক বার্তায় চীফ হুইপ বলেন, উন্নত দেশগুলোতে যেভাবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে- সেক্ষেত্রে দেশগুলো হিমশিম খাচ্ছে এ ভাইরাস মোকাবেলায়। সেক্ষেত্রে গরিব দেশ বাংলাদেশ। সঙ্গত কারণে করোনা ভাইরাস বাংলাদেশে ছড়িয়ে পরলে ভয়াবহ রূপ নিতে পারে। তাই করোনা ভাইরাস ছড়ানোর পূর্বেই সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।

আরও পড়ুনঃ  চারটি বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
নূর-ই-আলম চৌধুরী বলেন, ইতোমধ্যে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস প্রতিরোধে জাতির উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। প্রধানমন্ত্রীর সময়োপযোগী বক্তব্যে জনগণ বেশ সচেতন হয়েছেন। এক্ষেত্রে, প্রত্যেক সংসদ সদস্য জনগণের পাশে থেকে করোনা সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।