• ঢাকা
  • শনিবার, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৪ ইং
আমেরিকা ও রাশিয়ার পর চাঁদের মাটি স্পর্শ করল চীন

ছবি সংগৃহিত

আমেরিকা ও রাশিয়ার পর এবার চাঁদের মাটি স্পর্শ করল চীন। দেশটির ‘চেঞ্জ ই-৫ মিশন’ নামে নভোযানটি চাঁদের মাটিতে অবতরণ করেছে বলে মঙ্গলবার চীন দাবি করে। বিবিসি।

ধারণা করা হচ্ছে, ইতোমধ্যে গবেষণার জন্য নভোযানটি চাঁদ থেকে প্রায় ২ কেজি মাটি সংগ্রহ করে পৃথিবীর উদ্দেশে রওনা হয়েছে। গত ২৪ নভেম্বর দক্ষিণ চীনের ওয়েনচং স্পেসপোর্ট থেকে ৮.২ টন ওজনের ‘চেঞ্জ ই-৫ মিশন’ মহাকাশ যানটি চাঁদের উদ্দেশে পৃথিবী থেকে রওনা হয়। প্রায় এক সপ্তাহ পর এটি চাঁদে পৌঁছে এবং দুটি অংশে বিভক্ত হয়ে কক্ষপথে চলাচল করে। নভোযানটির সঙ্গে ক্যামেরা, স্পেকট্রোমিটার, রাডার, একটি স্ক্রুপ এবং একটি ড্রিলসহ বেশ কয়েকটি যন্ত্র রয়েছে।
উল্লেখ্য, এ বছরের গোড়ার দিকে চাঁদে অবতরণের চেষ্টা করে ভারতের নভোযান চন্দ্রযান-২। কিন্তু চাঁদের পৃষ্ঠ স্পর্শ করার আগেই নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে নভোযানটির দুটি অংশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) এক কর্মকর্তা বলেছেন, দুটি অংশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলেও ভারতের অভিযান ব্যর্থ হয়নি। এ অভিযানের মাত্র ৫ শতাংশ ব্যর্থ হয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।