• ঢাকা
  • মঙ্গলবার, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৪ ইং
ফরিদপুরে ৬০ হাজার ডোজ করোনা টিকা,১৩টি কেন্দ্রে টিকা প্রদান হবে

টিকার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।

ছবি সংগৃহিত

ফরিদপুরে পৌঁছেছে করোনাভাইরাস প্রতিরোধক ভ্যাকসিনের ৬০ হাজার ডোজ। শুক্রবার সকাল সাড়ে নয়টায় বেক্সিমকো ফার্মার একটি শীতাতপ নিয়ন্ত্রিত কাভার্ডভ্যানে ভ্যাকসিন শহরের জেনারেল হাসপাতালে এসে পৌঁছে। সিভিল সার্জন ডা. সিদ্দীকুর রহমান সেটি গ্রহণ করেন।

এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার, পুলিশ বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন, বেক্সিমকো ফার্মার সৈয়দ আহমেদ সিকদারসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে করোনা ভ্যাকসিন গুলো সংরক্ষণের জন্য আগে থেকে জেলা স্বাস্থ্য বিভাগ সকল প্রস্তুতি সম্পন্ন করে ছিল।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান জানান, প্রথম পর্যায়ে ৬০ হাজার ডোজ ভ্যাকসিন শুক্রবার সকালে আমরা গ্রহণ করেছি। জেলা ও উপজেলায় টিকা দেওয়ার জন্য স্বাস্থ্য কর্মীদের প্রস্তুত করা হয়েছে।

তিনি আরও জানান, জেলার প্রতি উপজেলায় ১টি, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৪টি ও সদর হাসপাতালে ১টি মোট ১৩টি কেন্দ্র থেকে টিকা প্রদান করা হবে। টিকার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।