• ঢাকা
  • সোমবার, ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৪ ইং
ফৌজদারী আদালত স্থানান্তরের প্রক্রিয়ার প্রতিবাদে সালথায় মানববন্ধন

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরে অবস্থিত সালথা-নগরকান্দা ফৌজদারী আদালত ভাঙ্গায় স্থানান্তরের প্রক্রিয়ার প্রতিবাদে সালথায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ চত্তরের সামনে এ মানববন্ধন করেন সালথা উপজেলার সর্বস্তরের জনগন।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন গিয়াস, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি আব্দুর রহমান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, সালথা প্রেসক্লাবের সহ-সভাপতি চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, আওয়ামী লীগ নেতা খোরশেদ খান, সোহেল রানা ফরহাদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি দেবাশীষ মজুমদার নয়ন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মাহবুব হোসেন প্রমূখ। এসময় বিভিন্ন শ্রেনী পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে বক্তারা বলেন, সালথা-নগরকান্দার ফৌজদারী আদালত ভাঙ্গায় স্থানান্তর করলে সাধারণ মানুষ দূর্ভোগের স্বীকার হবে। তাই সালথা-নগরকান্দার ফৌজদারী আদালত ফরিদপুরেই রাখা হোক।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।