• ঢাকা
  • মঙ্গলবার, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৪ ইং
দিনাজপুরে লকডাউনের প্রথম দিনে মাঠে নেমেছে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুরঃ

সারাদেশে দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার সরকার ঘোষিত ৭দিনের লকডাউনের প্রথম দিন আজ।

সোমবার (৫ এপ্রিল) দিনাজপুরে লকডাউনের প্রথম দিনে দুপুর থেকে শহরের বাহাদুর বাজার, সদর হাসপাতাল মোড়সহ বিভিন্ন স্থানে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার আনোয়ার হোসেন বিপিএম পিপিএম (বার), ডিবি ওসি জাফর ইমামসহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ সাধারণ মানুষকে সচেতন, স্বাস্থ্যবিধি মানা এবং সামাজিক দুরত্ব নিশ্চিত করতে পরামর্শ প্রদান করেন।

এসময় তারা জরিমানা ছাড়াই সাধারণ মানুষকে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধ মানতে এবং  প্রশাসনকে সহযোগীতা করতে আহবান করেন। এদিকে জেলার প্রতিটি উপজেলায় সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে সামাজিক দুরত্ব ও স্বাস্থবিধি মেনে চলতে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হলো লকডাউনকে উপেক্ষা করে বিনা প্রয়োজনে মানুষ বাইরে ঘোরাফেরা করছে, মানছেন না কোন সামাজিক দুরত্ব। মাস্ক ব্যবহার নিশ্চিত করতে প্রশাসন, স্কাউট দল, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন মাঠে থাকলেও সাধারণ মানুষের মাঝে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি।

এদিকে দিনাজপুর জেলায়  এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ১০৪ জন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।