• ঢাকা
  • সোমবার, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ ইং
ফরিদপুরের চরাঞ্চলের দু:স্থ মানুষের মাঝে শাহজালাল ব্যাংকের ঈদ উপহার

কে এম রুবেল, ফরিদপুর

ফরিদপুর সদর উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলের দু:স্থ ও দরিদ্র পরিবারগুলোর জন্য মানবিক সহায়তা হিসেবে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেছে শাহজালাল ইসলামী ব্যাংক। আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ব্যাংটির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর অংশ হিসেবে (সিএসআর) দেয়া হয় এসব সামগ্রী।

শুক্রবার দিনব্যাপী স্থানীয় নর্থ চ্যানেল ইউনিয়ন,ডিক্রিরচর ইউনিয়ন পরিষদ চত্বর, মোতালেব হোসেন হাই স্কুল মাঠ,ধলার মোড় ও বায়তুল আমান রেল লাইন মসজিদ চত্বর এই পাঁচটি স্পটে মোট ২ হাজার পরিবারের মাঝে সহায়তার প্যাকেট বিতরন করা হয়। প্রতিটি প্যাকেটে  রয়েছে চাল, ডাল, আলু, লবন ও সাবান, গ্রহনকারীকে পরিয়ে দেয়া হয় মাস্ক।

মানবিক সহায়তা প্রদানকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হা-মীম গ্রুপের পরিচালক আবুল কালাম আজাদ। তিনি জানান, হা-মীম গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক ও  শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্যোক্তা পরিচালক এ.কে আজাদের তত্বাবধানে করোনাকালে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের জন্য আমরা এই ঈদ সামগ্রী বিতরন করছি।

ঈদকে সামনে রেখে এই মানবিক সহায়তা প্রদানকালে বিভিন্ন স্পটে উপস্থিত ছিলেন স্থানীয় নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাকুজ্জামান, ডিক্রির চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু, শাহজালাল ইসলামী ব্যাংক ফরিদপুর শাখার ব্যাবস্থাপক মনিরুল ইসলাম, ব্যাংকটির এ.ই.ও মো. আবু হেনা কাউসার, মোতালেব হোসেন হাই স্কুলের প্রধান শিক্ষক মো. শাহীন মোল্লা, ডিক্রির চর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. দুলাল ফকির, সমাজ সেবক আব্দুল আলীম, লিয়াকত আলী মাস্টার প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।