• ঢাকা
  • রবিবার, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৪ ইং
জাতীয় উৎপাদনশীলতা দিবসে খুলনায় আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনা, ১৭ আশ্বিন (০২ অক্টোবর):
‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় উৎপাদনশীলতা’ এই প্রতিপাদ্য নিয়ে আজ (শনিবার) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জাতীয় উৎপাদনশীলতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, অর্থনৈতিক উন্নয়নে উৎপাদনশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। কৃষি, শিল্প, মৎস্য, প্রাণিসম্পদসহ প্রতিটি সেক্টরে উৎপাদন বৃদ্ধি পেয়েছে। জিডিপিতে কৃষির অবদান সবচেয়ে বেশি। তিনি বলেন,  আমরা যুব সমাজকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষিত করতে পারলে দেশ আরো সামনে এগিয়ে যাবে। আজ বিশ্বের কাছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত। করোনাকালে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের অর্থনীতি ভাল অবস্থানে রয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় খুলনা শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির, সরদার মাহবুবার রহমান, বিসিকের উপমহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) আবির হোসেন প্রমুখ বক্তৃতা করেন। খুলনা জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।