• ঢাকা
  • মঙ্গলবার, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৪ ইং
চরভদ্রাসনে ইট ভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান

ছবি প্রতিকী

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধিঃ-                ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পদ্মা নদীর মধ্য চরে গোপালপুর মৌজায় স্হাপিত একটি ইট ভাটায় গত মঙ্গলবার( ১৮ জানুয়ারি) ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র না থাকার দায়ে ইট ভাটায় মালিক ফরহাদ হোসেন মৃধাকে ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়। পরে জরিমানার টাকা নগদ আদায়ের মাধ্যমে মামলার নিষ্পত্তি দেখানো হয়েছে। অভিযানের অন্যান্যরা হলেন-মোবাইল কোর্ট পেশকার সাদ্দাম হোসেন ও আনসার ব্যাটলিয়ন সদস্যবৃন্দ।

জানা যায়, উপজেলার গোপালপুর ঘাট পয়েন্টে পদ্মা নদীর মধ্যে চরে গত তিন বছর ধরে একটি ভাটা স্হাপন করে ইট তৈরী করা হচ্ছিল। ঘটনার দিন ভ্রাম্যমান আদালত উক্ত ইট ভাটায় অভিযান চালিয়ে প্রয়োজনীয় লাইসেন্স না পেয়ে নগদ ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করেন। এ ব্যপারে ইট ভাটা মালিক ফরহাদ হোসেন মৃধা জানান, “আমি লাইসেন্স করার জন্য সংশিস্নষ্ট দপ্তরে যাবতীয় কাগজ পত্রাদি জমা দিয়েছি। কিন্ত এখনো লাইসেন্সটি হাতে পাই নাই”।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।