• ঢাকা
  • বুধবার, ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৪ ইং
ফরিদপুরে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

”বছর ব্যাপী ফল চাষে, অর্থ পুষ্টি দুই-ই আসে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে জাতীয় ফল মেলা-২০২২ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুর জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে,(২১ জুন) মঙ্গলবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ হজরত আলীর সভাপতিত্বে, উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুমন রজ্ঞন সরকার, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ শামসুল হক ভোলা মাষ্টার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সরেজমিন গবেষণা বিভাগের অঞ্চল প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম আহম্মেদ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হোসেন মিয়া, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জহির রায়হান প্রমূখ।

এরপরে দুপুর ১২ টার দিকে শহরের আলাউদ্দীন কমিউনিটি সেন্টার সংলগ্ন রাস্তার পাশে জাতীয় ফল মেলা-২০২২ উপলক্ষে ২১ থেকে ২৩ জুন পর্যন্ত তিন দিনব্যাপী ফল মেলার প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায় ফিতা কেটে শুভ উদ্বোধন করেন। উদ্ধোধন শেষে অতিথিগণ প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং ঘুরে ঘুরে সবার সঙ্গে কথা বলেন
ফল মেলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ৭ টি স্টলে মেলায় অংশগ্রহন করে। মেলায় ফল চাষের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানার পাশাপাশি রাসায়নিকমুক্ত বিভিন্ন জাতের ফল কিনতে পারছেন মেলায় আসা দর্শনার্থীরা।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।