• ঢাকা
  • রবিবার, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৪ ইং
বোয়ালমারীতে বৈদ্যুতিক সর্ট সার্কিটের আগুনে দুই দোকান ভস্মীভূত

সনতচক্রবর্ত্তী:ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারে আজ ৬ আগস্ট রাত ১ টা ৪২ মিনিটে বারী- জামাল সুপার মার্কেটে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লেগে দুটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পাশাপাশি দুটি দোকান ইরমা ফার্মেসী ও জুতার হাট সু-স্টোরে আগুন দাউ দাউ করে জ্বলছে।

প্রতক্ষদর্শী সাহিদুল বলেন, ইরমা ফার্মেসী থেকে কালো ধোয়া দেখতে পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হয়।
বোয়ালমারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ইরমা ফার্মেসীর মালিক ফারুক হোসেন বলেন দোকান বন্ধ করে রাত ১১ টায় বাড়ী যাই পরবর্তীতে রাত ১টা ৪২ মিনিটে ফোনে জানতে পারি দোকানে আগুন লেগেছে।
আমার ফার্মেসীতে দুই লক্ষ টাকার ঔষধ ছিলো সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

জুতার হাট সু-স্টোরের মালিক কামরুল ইসলাম বলেন আমার জুতা-স্যান্ডেলের দোকানে প্রায় ৩ লক্ষ টাকার মালামাল ছিলো সম্পূর্ন পুড়ে গেছে, তবে আলৌকিক ভাবে ক্যাশে ১৫ হাজার টাকা অক্ষত পাওয়া গেছে।
বাকীতে দোকানে মাল আনা হয়েছিলো আমি পথে বসে গেলাম, সবার সহোযোগিতা চাই।

বোয়ালমারী থানায় ডিএসবিতে কর্মরত এস আই কাজী রিপন বলেন আগুন লাগার সংবাদ শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আগুনে পুড়ে যাওয়া দোকানি অভিযোগ করলে আগুনের সুত্রপাত কিভাবে হয়েছে তদন্ত করে দেখা হবে।
বোয়ালমারী ফায়ার সার্ভিসের লিডার মিজানুর রহমান বলেন আগুন লাগার কথা শুনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত সহস্রাইল বাজারে ছুটে এসে টিমের সহয়তায় আগুন নিয়ন্ত্রনে আনে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।