• ঢাকা
  • মঙ্গলবার, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৪ ইং
ভাঙ্গায় দিনের বেলায় অজ্ঞান করে পৌর কর্মচারীর বাসায় দুর্ধর্ষ চুরি

মোঃ রমজান শিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি-২৮/১০/২০২২
ফরিদপুরের ভাঙ্গায় শুক্রবার সকালে পৌরসভার কর্মচারী আলাল মাতুব্বরের বাসায় মেয়েকে অজ্ঞান করে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দলের ছোড়া অজ্ঞানের ঔষধ স্প্রের দরুন আলাল মাতুব্বরের এসএসসি পরীক্ষার্থী পড়ুয়া মেয়ে রিদিতা(১৪) অজ্ঞান অবস্থায় এখনো ভাঙ্গা হাসপাতালে ভর্তি রয়েছে।
ঘটনাটি ঘটেছে ভাঙ্গা পৌরসভার মধ্যে সরকারি ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ের সন্নিকটে বিল্লাল মাতুব্বরের ভবনের চতুর্থ তলায়।
আলাল মাতুব্বর জানায়, প্রতিদিনের ন্যায় আমি কাজের জন্য বাসা থেকে বের হয়ে যাই। এ সময় আমার স্ত্রীও আমার সন্তানকে নিয়ে কোচিংয়ে যায়। বাসায় আমার মেয়ে রিদিতা ছিল। চোরের দল বাসার দরজা নক করে আমার মোবাইল নাম্বার চায় আমার মেয়ের নিকট। আমার মেয়ে দরজা খুলে মোবাইল নাম্বার বলতে বলতে চোরের দল আমার মেয়ের চোখে মুখে অজ্ঞানের ঔষধ স্প্রে করে। আমার মেয়ে অজ্ঞান হয়ে ফ্লোরে পড়েছিল। চোরের দল ঘরে থাকা এক লক্ষ বাইশ হাজার টাকা, স্বর্ণালংকার সহ বেশ কিছু দামি জিনিস নিয়ে পালিয়ে যায়। আমার স্ত্রী কোচিং থেকে ফিরে মেয়েকে ফ্লোরে পড়ে থাকতে দেখে চিৎকার দিলে আশপাশের লোক এসে মেয়েকে উদ্ধার করে ভাঙ্গা হসপিটালে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার বলেছে নির্দিষ্ট একটি সময় পর আমার মেয়ের জ্ঞান ফিরবে। বিষয়টা আমি লিখিত আকারে ভাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছি ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।