• ঢাকা
  • শুক্রবার, ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মে, ২০২৪ ইং
চরভদ্রাসনে স্কুল ছাত্রী অপহরণের ৫ দিনেও মিলেনি সন্ধান

ছবি প্রতিকী

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি ঃ-
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরের বি.এস ডাঙ্গী গ্রামের কাউছার প্রামানিকের ছেলে নেশাখোর বখাটে মোঃ হুসাইন প্রামানিক (১৮) ও তার সাঙ্গপাঙ্গরা মিলে একই গ্রামের এক স্কুল ছাত্রীকে অপহরনের পর ৫ দিন ধরে গোপন করে রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীতে পড়–য়া উক্ত ছাত্রী (১৪) গত ৩০ অক্টোবর প্রাইভেট পড়ে বাড়ী ফেরাকালে বখাটে চক্রের হাতে অপহরনের শিকার হয়। একই গ্রামের বসতি ছাত্রীর পিতা মোঃ
মিজানুর রহমান বখাটে পরিবারকে অনেক আকুতীর পরও নিখেঁাজ ছাত্রীর কোনো সন্ধান দেয় নাই বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার ছাত্রীর পিতা মোঃ মিজানুর রহমান উপজেলা নির্বাহী
অফিসারের কাছে লিখিত অভিযোগ করলে এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে সম্পর্কে বখাটের মামা শেখ হায়দার হোসেন (৪০) ও শেখ মোসলেম উদ্দিন (৩৪) কে উপজেলায় ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা বলেন, “ সবার আগে দরকার স্কুল ছাত্রীকে উদ্ধার করা। তাই বখাটের মামার কাছ থেকে উক্ত ছাত্রীর সন্ধান জানার জন্য চেষ্টা চালাচ্ছি”। আর চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মিন্টু মন্ডল বলেন, “ নিখোজ ছাত্রীর পরিবার থানায় কোনো এজাহার দেয় নাই। তারপরও বিষয়টা আমরা খোজ খবর নিয়ে দেখতেছি”। তবে এ ব্যপারে চরভদ্রাসন থানায় একটি সাধারন ডায়েরী হয়েছে। জিডি নং-১০৯৭, তাং-৩০/১২/২০২২খ্রি. নিখোজ ছাত্রীর পিতা মোঃ মিজানুর রহমান অভিযোগে বলেন, গত ৩০ অক্টোবর সকাল ১১ টায় প্রাইভেট পড়ে তার মেয়ে উপজেলার গার্লস স্কুল রোড হয়ে
বাড়ী ফিরছিল। এ সময় বখাটে মোঃ হুসাইন প্রামানিক ও তার সাঙ্গপাঙ্গরা মিলে স্কুল ছাত্রীকে তুলে নিয়ে গোপন করে রাখে। বখাটে হুসাইন অনেক আগে থেকেই উক্ত ছাত্রীকে উত্যাক্ত করতো বলেও ছাত্রীর পিতা জানায়। ঘটনার পর থেকে উক্ত বখাটে আত্নগোপন করে রয়েছে। নিখোজ ছাত্রীর পরিবার বার বার মেয়েকে ফিরিয়ে দেওয়ার জন্য বখাটে পরিবারকে আকুতী জানিয়ে আসছে। অবশেষে গত বুধবার দিবাগত রাতে নিখোজ ছাত্রীর স্বজনরা মিলে বখাটে পরিবারে গিয়ে কিশোরীকে ফিরিয়ে
দেওয়ার জোর আকুতী জানায়। কিন্ত বখাটের মামা শেখ হায়দার হোসেন নিখোজ ছাত্রীকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেওয়ার পর রাত ১ টা পর্যন্ত ছাত্রীর স্বজনদের বসিয়ে রেখে পূনঃবার মত পাল্টিয়ে ছাত্রীকে ফিরিয়ে দিবে না বলে সাফ জানেিয়ে দেয়। ফলে কোনো উপায় না পেয়ে ছাত্রীর পরিবার দ্রুত বিচার পাওয়ার আশায় উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন বলে জানিয়েছেন।
#

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।