• ঢাকা
  • মঙ্গলবার, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৪ ইং
পটুয়াখালীর পায়রা বন্দরের ছয় লেন সড়কে দূর্ঘটনায় নির্মান শ্রমিক নিহত

ছবি-সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়া পায়রা বন্দরে নির্মানাধীন ছয়লেন সড়কের পাইলিংয়ের কাজ করতে গিয়ে অসাবধানবশত মাথায় লোহার লুভারের আঘাত লেগে মো.মানিক (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ (শুক্রবার) সকাল ৯টার দিকে পায়রা বন্দরের নির্মানাধীন ছয় লেন সড়কের টিয়াখালীর শরীফবাড়ি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

কলাপাড়া থানার এস আই মোজাম্মেল হক ও প্রত্যক্ষদর্শী শ্রমিক নজরুল ইসলাম জানান, মানিকসহ অপর শ্রমিকরা পাইলিংয়ের কাজ করছিলেন। এ সময় পাইলিংয়ের লুভার অসাবধানবশত ছিটকে মানিকের মাথায় আঘাত লাগে। এতে তার মাথায় রক্তক্ষরণ হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে।  অপর শ্রমিকরা উদ্ধার করে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শ্রমিক মানিক ঠিকাদারী প্রতিষ্ঠান এম এম বিল্ডার্সের শ্রমিক। সে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রাজতারিকা গ্রামের তারা মিয়ার ছেলে।

তিনি আরও জানান, আমরা খবর পেয়ে হাসপাতালে মৃতের লাশের সুরতহাল করেছি। ময়নাতদন্তের জন্য মৃতদেহ পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) জে এইচ খান লেলিন বলেন, শক্ত কিছুর সাথে আঘাত লাগায় তাঁর মাথা থেতলে গেছে। এতে মস্তিস্কে রক্তক্ষরণ হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই সে মারা যায়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।