মৃত্যু বার্ষিকী : আশু রঞ্জন সেন
বিভাষ দত্ত,ফরিদপুর:-
আগামীকাল সোমবার আশু রঞ্জন সেনের ৫০তম মৃত্যু বার্ষিকী। ১৯৭৩ সালের ২রা অক্টোবর কালো রাত্রে স্বাধীনতার শত্রু ও ষড়যন্ত্রকারীরা রাজবাড়ী জেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের রামপুর গ্রামের ঐতিহ্যবাহী সেন বাড়িতে গুলি করে হত্যা করে আশু রঞ্জন সেনকে।
তিনি সাবেক মামুনপুর ইউনিয়ন পরিষদ যেটা বর্তমান শহীদ ওহাবপুর ও বসন্তপুর ইউনিয়ন পরিষদ-এর আমৃত্যু চেয়ারম্যান ছিলেন।
উল্লেখ্য আশু রঞ্জন সেনের পিতা জমিদার আদ্যনাথ সেন ও মাতা সরজ বালা সেন এবং পরিবারের ৪জন সদস্যসহ মোট ৬ জন ১৯৭১ সালের ১০ই মে শহীদ হন।
আগামীকাল ফরিদপুর শহরের রামকৃষ্ণ পল্লীর “আশু রঞ্জন ভবনে”, কলকাতা এবং মেলবোর্ন-অষ্ট্রেলিয়ায় পরিবারিক ভাবে স্মরণসভা অনুষ্ঠিত হবে।