• ঢাকা
  • শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং
বাংলাদেশ এখন অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত —খাদ্যমন্ত্রী

নওগাঁ, ১৭ আশ্বিন (২ অক্টোবর) :

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বাংলাদেশ এখন অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এদেশে ধর্ম যার যার রাষ্ট্র সবার। ফলে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের নিজ নিজ ধর্ম পালন করতে পারে।

আজ নওগাঁ জেলা সার্কিট হাউজে শারদীয় দুর্গোৎসবের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা সভায় এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।
মন্ত্রী আরো বলেন, এরই মধ্যে সারাদেশের ন্যায় নওগাঁ জেলাতেও দুর্গোৎসব উপলক্ষে সাজ সাজ রব বিরাজ করছে। এরই মধ্যে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি মণ্ডপগুলোতে স্বাস্থ্যবিধি মানার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও নওগাঁ জেলায় শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন খাদ্যমন্ত্রী।

এসময় রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, জেলা প্রশাসক হারুন-অর- রশিদ, পুলিশ সুপার আবদুল মান্নান মিয়াসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।