ইউটিউবে খুঁজলে এমন কোনো ধরনের ভিডিও নেই যে পাওয়া যায় না। মজার ভিডিও থেকে পছন্দের গান, সিনেমা সবই পাওয়া যায় ইউটিউবে। কিন্তু কিছু কিছু ভিডিও রেয়েছে যা মানুষ একটু বেশিই পছন্দ করে ফেলেন। ফলে সেগুলি নতুন নতুন রেকর্ড গড়ে ফেলে।
ইউটিউবে সবচেয়ে বেশি দেখা ভিডিওর তালিকায় প্রথম স্থান দখল করে নিয়েছে বেবি শার্ক ড্যান্স’। বাচ্চাদের জন্য তৈরি এই ভিডিয়োটি সোমবার গোটা বিশ্বে ৭০৪ কোটির বেশি বার দেখা মাইল ফলক স্পর্শ করেছে। আর এর মধ্য দিয়ে আরেকটি জনপ্রিয় মিউজিক ভিডিও দেসপাতিতো পেছনে ফেলে ইউটিউবে প্রথম স্থান দখল করে নিয়েছে। বাচ্চাদের জন্যে শিক্ষামূলক এই ভিডিওওটি তৈরি করেছে দক্ষিণ কোরিয়ার কম্পানি ‘পিঙ্কফং’।
‘পেপাল’-এর প্রাক্তন তিন কর্মী শ্যাড হার্লি, স্টিভ চেন, জাভেদ করিম মিলে ২০০৫ সালের ফেব্রুয়ারিতে তৈরি করেন ভিডিয়ো শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। পরের বছর ২০০৬ সালের নভেম্বরে মার্কিন সংস্থা গুগল কিনে নেয় সেটি। এই ইউটিউব এখন গুগলের আয়ের অন্যতম প্রধান উৎস।