চরভদ্রাসনে ভ্রাম্যমাণ আদালতে হোটেল ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা
মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন, ফরিদপুর
প্রকাশিতঃ 4 বছর আগে
295 বার দেখা হয়েছে
০
মো.মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন(ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের চরভদ্রাসনে নোংরা পরিবেশ ও পন্যের দাম বেশি রাখায় হোটেল ব্যবসায়ীক ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা সদরের ইসলামিয়া হোটেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইমদাদুল হক তালুকদার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মানসম্মত খাবার তৈরি ও দ্রব্যমূল্যের সঠিক দাম নিশ্চিত করতে এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।
এরই পরিপ্রেক্ষিতে বিকালে সদর বাজারের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ইসলামিয়া হোটেল মালিক জাহিদকে নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে অন্যরা হলেন, মোবাইল কোর্ট পেশকার মো. মানোয়ার হোসেন ও থানা পুলিশ সদস্যরা।