সারাবিশ্বে করোনায় মৃত্যু ৬০ হাজার ছাড়ালো
সারাবিশ্বে করোনায় মৃত্যু ৬০ হাজার ছাড়ালো
মহামারী করোনাভাইরাসে প্রকোপ থামছেই না। দেশে দেশে মৃত্যুর মিছিল। চীনের পর স্পেন, ইতালি, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইরান, জার্মানি ও যুক্তরাজ্যসহ গোটা বিশ্ব যেন এক মৃত্যুপুরী। লাশের মিছিলে শামিল হয়েছে ৬০ হাজার মানুষের প্রাণ।
শনিবার মৃত্যু সংখ্যায় বিশ্বে ৬০ হাজারের কোটা ছাড়িয়ে গেল। দেশে দেশে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পৃথিবীতে এ মুহূর্তে সবচেয়ে বেশি আক্রান্ত যুক্তরাষ্ট্রে। ২ লাখ ৭৭ হাজারের বেশি মানুষ আক্রান্ত যুক্তরাষ্ট্রে। আর সবচেয়ে বেশি মৃত্যু ইতালিতে। সেখানে মৃতের সংখ্যা ১৪ হাজার ৭৮১ জন।
এর পরেই আছে স্পেনের স্থান। দেশটিতে এ পর্যন্ত প্রাণসংহারী করোনায় মারা গেছেন ১১ হাজার ৭৪৪ জন। ৭ হাজার ৪০৩ জনের প্রাণ গেছে যুক্তরাষ্ট্রে।