প্রাণঘাতী করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে এবার আঘাত হেনেছে হারিকেন ইসাইয়াস। দেশটির স্থানীয় সময় সোমবার রাতে উত্তর ক্যারোলাইনার মারটল সৈকতে ইসাইয়াস আঘাত হানতে শুরু করেছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) সামাজিক মাধ্যমে পোস্ট করা বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় রাত ১১ টা ১০ মিনিটে ইসাইয়াস আছড়ে পড়ে ।
এনিয়ে বিবিসির অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আঘাত হানার পর ইসাইয়াস একটি ক্রান্তীয় ঝড়ে পরিণত হয়েছিল।
ইতোমধ্যে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে দুই জনের প্রাণহানি ঘটেছে। নতুন করে শক্তি অর্জন করার পর এটি ঘণ্টায় ১২০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে অগ্রসর হচ্ছে।
এনএইচসি সতর্ক করে বলেছে, ইসাইয়াসের কারণে ভারি বৃষ্টিপাত হতে পারে। এর কারণে দেখা দিতে পারে বন্যা। সেইসঙ্গে থাকবে ঝড়ো বাতাস।
এছাড়া উত্তর-পূর্ব সাউথ ক্যারোলাইনা ও নর্থ ক্যারোলাইনারে দক্ষিণাঞ্চলের কর্মকর্তারাও এই ইসাইয়াসের কারণে সতর্কতা জারি করেছেন। বিবিসি, সিএনবিসি।